শনিবার, ৭ মার্চ, ২০১৫

NTLDR FILE MISSING ........What do you solve the problem ?



কম্পিউটার চালাতে গিয়ে আমরা প্রায়ই বিভিন্ন সমস্যার সম্মুখীন হই বিশেষ করে আমরা যারা উইন্ডোজ এক্সপি ব্যবহার করি তারা বেশিরভাগ ক্ষেত্রে বিভিন্ন সমস্যার সম্মুখীন হই এর কারন আমরা এখন এক্সপি দিয়ে অপারেটিং সিস্টেম পরিচালনার করার যে নিয়মাবলী রয়েছে সেসব নিয়মাবলী সম্পর্কে আমরা বেশিরভাগ মানুষ সচেতন নই ফলে আমাদের কম্পিউটারের পার্টিশন ঘন ঘন করতে হয় আজ আমি আপনাদের এমন একটি সমস্যার কথা বলব যার সাথে আমরা সবাই কম বেশি পরিচিত এক্ষেত্রে অনেকে সহজ সমাধান টি না করে সিস্টেম ফরম্যাট করে নতুন করে এক্সপি সেটাপ করে


সমস্যা টি হলো NTLDR FILE IS MISSING . প্রথমে এটি কি কারনে দেখা দেয় তা আমি আপনাদের আলোচনা করছি সমস্যা টি মূলত ঘটতে পারে দুটি কারনে কারন দুটি হলঃ

1.MFT ROOT FOLDER যদি SEVERELY FRAGMENTED হয়।
2.MFT মূল ফোল্ডার যদি অনেক ফাইল ধারন করে

MFT fragemented হতে পারে যদি সেখানে একটি অতিরিক্ত বরাদ্দ করা সূচিপত্র ( additional allocation index ) তৈরী করা হয় কারন ফাইল বরাদ্দ করা সূচিপত্রে বর্নানুক্রমিক ম্যাপ করা হয় NTLDR ফাইলটি হয়তো ২য় allocation index. ধাক্কা দেয় যখন এটি ঘটে তখন আপনার কম্পিউটারের মনিটরে শো করে " NTLDR FILE IS MISSING " এই অবস্থাটি ঘটতে পারে যদি একটি প্রোগ্রাম নিয়মিতভাবে তৈরি করে এবং removes temporary files in the root folder , অথবা যদি অনেক ফাইল একসঙ্গে মূল ফোল্ডারে কপি করা হয়

এটা গেলো কি কারনে সমস্যাটি ঘটে তার বর্ননা এবার কিভাবে সমস্যাটি সমাধান করবেন তা আমি বলছি আপনারা দয়া করে ধৈর্য্য সহকারে শুনুন

১। প্রথমে উইন্ডোজ এক্সপি ইনস্টলেশন সিডি প্রবেশ করান এবং কম্পিউটার Restart করুন

২। Open হলে DEL OR F2 চেপে বায়োসে গিয়ে BOOT FROM CD সিলেক্ট করুন

৩। আবার Restart হলে windows xp setup মেনু আসলে সেখান থেকে Repair " R " select করুন

৪। এবার যে স্ক্রীনটি আসবে তা রকম 1:c:\windows

which windows installation would you like to log into (to cancel .....press

enter ) এখানে চাপুন এক্ষেত্রে উল্লেখ্য যে আপনার কম্পিউটারে যদি আগে থেকে কোনো পাসওয়ার্ড দেয়া থাকে তবে সেই পাসওয়ার্ড দিয়ে এডমিনে প্রবেশ করুন

৫। এবার যে স্ক্রীন টি আসবে তা হলঃ C:\windows> এক্ষেত্রে আপনার সিডি রমটি যে ড্রাইভে আছে তা সিলেক্ট করুন অর্থা C:\windows>E: লিখে Enter চাপুন

৬। এবার যে স্ক্রীন টি আসবে তা হলোঃ E:\
এখানে E:\dir লিখে এন্টার চাপুন

৭। এবার E:\copy e:\i386\ntldr c:\ লিখে এন্টার চাপুন
নীচে 1 file(s) copied লেখাটি আসবে

৮। এবার E:\exit লিখে এন্টার চাপুন

পর্যায়ে আপনার কাজ শেষ হল এবার কম্পিউটার Restart হবে এবং BOOT FROM HDD করে দিন দেখুন আপনার কম্পিউটার এবার ঠিকমত চলছে আশা করি আপনারা সমস্যা টি সহজে সমাধান করতে পারবেন

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন