শুক্রবার, ২৮ আগস্ট, ২০১৫

শর্টকাট ভাইরাসের দিন শেষ স্থায়ীভাবে রিমুভ করুন

আমরা অনেকেই ইদানিং শর্টকাট ভাইরাসের জ্বালাতনে অতিষ্ঠ। অনেকেই টিউন করেন এটি রিমুভের বিষয়ে। এটা আসলে কোন ভাইরাস নয়, এটা একটি "VBS Script"।

শর্টকাট ভাইরাস স্থায়ীভাবে রিমুভের জন্য আপনাকে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে।

অনাক্রান্ত কম্পিউটারের জন্য:

১. RUN এ যান।
২. wscript.exe লিখে ENTER চাপুন।
৩. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
এবার কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না।
আক্রান্ত কম্পিউটারের জন্য:
১. কী বোর্ডের CTRL+SHIFT+ESC চাপুন।
২. PROCESS ট্যাবে যান।
৩. এখানে wscript.exe ফাইলটি সিলেক্ট করুন।
৪. End Process এ ক্লিক করুন।
৫. এবার আপনার কম্পিউটারের C:/ ড্রাইভে যান।
৬. সার্চ বক্সে wscript লিখে সার্চ করুন।
৭. wscript নামের সব ফাইলগুলো SHIFT+DELETE দিন।
৮. যেই ফাইলগুলো ডিলিট হচ্ছে না ওইগুলো স্কিপ করে দিন।
৯. এখন RUN এ যান।
১০. wscript.exe লিখে ENTER চাপুন।
১১. Stop script after specified number of seconds: এ 1 দিয়ে APPLY করুন।
ব্যাস হয়ে গেল  :mrgreen: আপনার কম্পিউটার শর্টকাট ভাইরাস মুক্ত। এবার অন্য কারো পেনড্রাইভের শর্টকাট ভাইরাস আর আপনার কম্পিউটারে ডুকবে না। :mrgreen:
😳  আক্রান্ত পেনড্রাইভের জন্য:
১. আপনার পেনড্রাইভটি কম্পিউটারের সাথে সংযুক্ত করুন।
২. এবার cmd তে যান।
৩. আপনার পেনড্রাইভের ড্রাইভ লেটারটি লিখে ইন্টার দিন। (যেমন: I:)
৪. নিচের কোডটি নির্ভুলভাবে লিখুন।
৫. কোডঃ attrib -s -h /s /d *.*
৬. ইন্টার কী চাপুন।
৭. এবার দেখুন পেনড্রাইভে রাখা আপনার ফাইলগুলো পুনরায় দেখাচ্ছে কিনা?
৮. এবার আপনার গুরুত্বপূর্ণ ডাটাগুলো রেখে পেনড্রাইভ ফরম্যাট করে দিন।
হয়ে গেল আপনার পেনড্রাইভ শর্টকাট ভাইরাস মুক্ত। 😆
বিঃ দ্রঃ এন্টিভাইরাস নিয়মিত আপডেট করলে শর্টকাট ভাইরাস এ পিসি আক্রান্ত হবে না। সবাই ভাল থাকবেন।
:-) ফেসবুকে আমায় পেতে ফেসবুক লিঙ্ক এখানে ক্লিক করুন

  সূত্র : টেকনিউস
                                ধন্যবাদ :-)

শনিবার, ১ আগস্ট, ২০১৫

ফ্রিল্যান্সিং কি, কেন এবং কাদের জন্য এবং ফরেক্স কি?

বর্তমানে ১৮০টি দেশের ২০ লাখ বায়ার এবং ৮৬ লাখ ফ্রিল্যান্সার ওডেস্ক ও ইল্যান্স ব্যবহার করছেন। ওডেস্ক www.odesk.com ও ইল্যান্স www.elance.com হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ অনলাইন কাজের মার্কেট প্লেস, যেখানে মানুষ বিভিন্নভাবে তাদের সেবা প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক কাজের বাজারে প্রবেশ করতে পারে।

ফ্রিল্যান্সিং শব্দটি এখন দেশে বহুল পরিচিত হলেও অনেকের কাছে কিছুটা কৌতূহল এবং অজানা একটি বিষয়। কাজটি কি শুধু আইটির? শুধু কি তরুণ প্রজন্মের জন্যই সুযোগ এখানে? এরকম অনেক প্রশ্ন আমরা প্রায়ই পেয়ে থাকি।

ফ্রিল্যান্সিং কি?

ফ্রিল্যান্সিং নিজে কোনো কাজ নয়, কাজ করার একটি ধরন মাত্র। বিভিন্ন এলাকায় চেম্বারে বসা ডাক্তার যেভাবে নিজের মতো করে ক্যারিয়ার পরিচালনা করেন, একজন উকিল যেভাবে চুক্তিভিত্তিক কাজ করেন, একজন সিনেমার অভিনেতা যেভাবে নিজের সময় এবং পারিশ্রমিক নির্ধারণ করে কাজ হাতে নেন, একইভাবে যেকোনো পেশায় একজন যখন নিজের মতো করে ক্যারিয়ার পরিচালনা করেন, সেটাই হলো ফ্রিল্যান্সিং। সেটা হতে পারে ফ্রিল্যান্স ফটোগ্রাফি, ফ্রিল্যান্স ওয়েব ডিজাইনিং, ফ্রিল্যান্স রাইটিং বা ফ্রিল্যান্স মার্কেটিংয়ের কাজ ইত্যাদি।

কেন ফ্রিল্যান্সিং?

খুবই সহজেই বলা যায় তাদের জন্যই যারা মুক্তভাবে নিজের পেশার চর্চা চালিয়ে যেতে চান, যারা চাকরির বন্ধকতায় না গিয়ে নিজের মতো কাজ করতে চান। তবে যে চাকরি বাদ দিয়েই করতে হবে, তা নয়। অনেক ফ্রিল্যান্সার যারা পূর্ণকালীন চাকরি করছেন এবং সন্ধ্যায় প্রতিদিন ২-৩ ঘণ্টা কাজ করে ফ্রিল্যান্স ক্যারিয়ার চালাচ্ছেন।

কাদের জন্য ফ্রিল্যান্সিং

আপনি ছাত্রজীবনে আছেন, কিছু কাজের অভিজ্ঞতা এবং উপার্জন করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য আদর্শ কাজের পন্থা। আপনি শিক্ষিত গৃহিণী, পরিবারে সময় দেয়ার পাশাপাশি কিছু করতে চাচ্ছেন, ফ্রিল্যান্সিং হতে পারে তার উত্তর। আপনি একজন পুরোদস্তুর পেশাজীবী, চাচ্ছেন দৈনন্দিন কাজের পাশে নিজের একটি স্বাধীন কাজের পথ তৈরি করতে, ফ্রিল্যান্স কাজ করেই শুরু করে দিতে পারেন আন্তর্জাতিক পর্যায়ে কনসালটেন্ট হিসেবে একটি ক্যারিয়ার। এরকম কাজ করছে এমন মানুষের সংখ্যা আমাদের দেশে এখন কম নয়। শুধু ইল্যান্স-ওডেস্কেই আছে প্রায় চার লাখ নিবন্ধিত বাংলাদেশী। সবাই হয়তো কাজ করছেন না, কেউ শুরু করে দিয়েছেন বা কেউ চেষ্টা করছেন শুরু করার, কিন্তু তার পরেও ইল্যান্স-ওডেস্কে বাংলাদেশের ফ্রিল্যান্সাররা গড়ে প্রতিদিন আয় করেছেন প্রায় ২ কোটি টাকা এবং বিভিন্ন কাজে তাদের প্রতি ঘণ্টা গড় আয় হচ্ছে প্রায় ৫-১৫ ডলার পর্যন্ত। 

বিশ্বব্যাপী আন্তর্জাতিক কাজের বাজার এখন ৪২০ বিলিয়ন ডলারের এবং এর মধ্যে অনলাইন চাকরির বাজার প্রায় ১৬ বিলিয়ন ডলারের। এর মধ্যে ২০১৪ সালে প্রায় ৯০০ মিলিয়ন ডলারের কাজ শুধু ইল্যান্স-ওডেস্কেই করা হবে বলে ধারণা করা হচ্ছে। যারা দক্ষ হয়ে এখনই প্রস্তুত হচ্ছেন, তাদের সামনে আছে অসীম সম্ভাবনার হাতছানি।

ফরেক্স কি?

বিট ৬৪ অপারেটিং সিস্টেম ও তার উপকারীতা কি?

ইউন্ডোজ অপারেটিং সিস্টেম গুলোর মধ্যে বিট ৬৪ হলো বিট ৩২ এর তুলনায় অত্যধিকতর কার্যকরী অপারেটিং সিস্টেম। বিট ৩২ অপারেটিং সিস্টেম দিয়ে আপনি সর্বোচ্চ ৪ (চার) গিগাবাইট র‌্যাম হ্যান্ডেল করাতে পারবেন। তবে কোন কোন সময় তিন, সাড়ে তিন গিগার বেশি র‌্যাম হ্যান্ডেল করানো যায় না। আর বিট ৬৪ দিয়ে ১২৮ গিগাবাইট র‌্যাম হ্যান্ডেল করানো যাবে যা এখনো প্রায় কল্পনার বাহিরে। যেহেতু বিট ৩২ অপারেটিং সিস্টেমের ক্ষমতা ৪ (চার) গিগাবাইটের ভেতরে সীমাবদ্ধ তাই এর পরিচালন ক্ষমতা ও অনেক কম।

বিট ৬৪ অপারেটিং সিস্টেম বিট ৩২ এর চেয়ে অধিক সুরক্ষিত এবং এতে কোন ড্রাইভার ইন্সটল করতে হলে মাইক্রোসফট এর দেয়া ডিজিটাল সাইন ব্যবহার করতে হয়। যদি ঐ ড্রাইভারে ডিজিটাল সাইন না থাকে তাহলে ইন্সটল করার সময় ওয়ার্নিং দেখবে। বিট ৩২ এর চেয়ে ৬৪ বিটে উইন্ডোজের নিরাপত্তা ব্যবস্থা বেশি, বিশেষ করে Kernel Patch Protection অনেক বেশি শক্তিশালী হয়। 

সঠিকভাবে কাজ করার জন্য বিট ৬৪ এর জন্য ৬৪ বিটের সফটওয়ার আর ড্রাইভার যেমন দরকার তেমন বিট ৩২ এর জন্যও ৩২ বিটের সফটওয়ার আর ড্রাইভার দরকার। যে সব কাজের জন্য বেশি র‌্যাম প্রয়োজন তার জন্য ৬৪ বিটের বিকল্প নেই।

মজিলা ফায়ারফক্স এর কীবোর্ড শর্টকাট

মজিলা ফায়ারফক্স বিশ্বের সর্বাপেক্ষা জনপ্রিয় একটি ব্রাউজার।  মজিলা ফায়ারফক্স এ ওয়েবপেজ ব্রাউজ করার সময় শর্টকাট কী ব্যবহার করলে আপনার সময় আরো কমে যাবে।

পেজ সংক্রান্ত শর্টকাটঃ


Spacebar — স্কিনে প্রদর্শিত অংশটুকুর বাকি অংশ দেখার জন্য Spacebar ব্যবহার করুন। এতে ওয়েব পেজের বাকি অংশ ধারাবাহিক ভাবে প্রদর্শিত হবে।
Shift – Spacebar— স্কিনে প্রদর্শিত অংশটুকুর উপরের অংশ দেখার জন্য Shift+Spacebar ব্যবহার করুন। এতে পেজের উপরের অংশ ধারাবাহিক ভাবে প্রদর্শিত হবে।
Down Arrow – পেজের নিচের দিকে যাওয়ার জন্য।
Page Down —একই সঙ্গে এক স্কিন পরিমাণ পেজ নিচে যাওয়ার জন্য।
Up Arrow – পেজের উপরের দিকে যাওয়ার জন্য।
Page Up — একই সঙ্গে এক স্কিন পরিমাণ পেজ উপরের যাওয়ার জন্য।
End – পেজের সর্বশেষ অংশে যাওয়ার জন্য।
Home – পেজের সর্বপ্রথম অংশে যাওয়ার জন্য।

Pages, Tabs ও Bookmarks শর্টকাটঃ

F5               — বর্তমান পেজটি রিলোড করার জন্য।
Alt + Home —ব্রাউজারের সকল ট্যাব ক্লোজ করে হোম ট্যাব নিয়ে আসার জন্য।
Ctrl + L       — এড্রেস বারে যাওয়ার জন্য।
Ctrl + K      — সার্চ বক্সে এ যাওয়ার জন্য।
Ctrl + =       — পেজের টেক্স সাইজ বড় বা zoom করার জন্য। 
Ctrl + –        — পেজের টেক্স সাইজ ছোট বা zoom out করার জন্য।
Ctrl + P       —ওয়েবপেজ প্রিন্ট করার জন্য।
Ctrl + H       — ব্রাউজিং ইতিহাসগুলো পেজের বাম সাইডে দেখার জন্য।
Ctrl + T       — নতুন ট্যাব খোলার জন্য।
Ctrl + W     — বর্তমান ট্যাব বন্ধ করার জন্য।
Ctrl + Tab   — এক ট্যাব থেকে আরেক ট্যবে যাওয়ার জন্য।
Ctrl + 1-9    — যেকোন একটি নম্বর ব্যবহার করে আপনি সেই ট্যাবে যেতে পারেন।
Ctrl + B      — বুকমার্ক কলাম পেজের বাম সাইডে দেখার জন্য।
Ctrl + I       — বুকমার্ক কলামটি বন্ধ করার জন্য।
Ctrl + D     – বর্তমান পেজটি বুকমার্ক করার জন্য।

Mouse শর্টকাটঃ

Shift – scroll down – আগের পেজে ব্যাক করার জন্য।
Shift – scroll up – পরবর্তঅ পেজে ব্যাক করার জন্য।
Ctrl – scroll up — পেজের টেক্স সাইজ বড় বা zoom করার জন্য।
Ctrl – scroll down — পেজের টেক্স সাইজ ছোট বা zoom out করার জন্য।
Middle click on link —কোন লিঙ্ক নতুন ট্যাবে খোলার জন্য।
Middle click on a tab — ট্যাব বন্ধ করার জন্য।
Middle click- পেজের উপরে নিচে যাওয়ার জন্য।